ইনসাফ যাত্রায় যৌবনের ঢেউ আছড়ে পড়ল নবগ্রামে - G Tv { Go Fast Go Together)
ইনসাফ যাত্রায় যৌবনের ঢেউ আছড়ে পড়ল নবগ্রামে

ইনসাফ যাত্রায় যৌবনের ঢেউ আছড়ে পড়ল নবগ্রামে

Reported By : তুষার কান্তি খাঁ
১৯ ই নভেম্বর, রবিবার, গত ৩রা নভেম্বর যুবদের ইনসাফ যাত্রা শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে। সেই যাত্রা গত পরশুদিন মুর্শিদাবাদ এসে পৌঁছোয়। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ঘুরে এদিন ইনসাব যাত্রা পৌঁছোল নবগ্রামের বৈদ্যবাটিতে। ইনসাফ যাত্রা পৌঁছানো মাত্রই সংগঠনের সম্পাদক মীনাক্ষী মুখার্জীকে ফুল মালা দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতা কর্মীরা। ওখান থেকে এক বিশাল মিছিল নবগ্রাম হাসপাতাল মোড়, নবগ্রাম বাস স্ট্যান্ড মোড়, ব্লক মোড় পরিক্রমা করে এসে শেষ হয় নবগ্রাম লাইব্রেরি মোড়ে। সেখানে একটি সংক্ষিপ্ত সভা হয়। অভিনেতা দেবদূত ঘোষ তার মতামতে জানালেন, ইনসাফ যাত্রায় শুরু থেকেই তার থাকার ইচ্ছে ছিল। কিন্তু তার পেশা অর্থাৎ কাজের জন্য তিনি আসতে পারেননি ইনসাফ যাত্রায়। গতকাল অর্থাৎ ১৮ ই নভেম্বর ইনসাফ যাত্রায় যোগ দিয়েছেন তিনি। তিনি আরো বললেন, আজ অর্থাৎ ১৯ শে নভেম্বর ও ২০ শে নভেম্বর এই দুদিন-ই তিনি থাকবেন ইনসাফ যাত্রায়। এছাড়াও তিনি আরো বললেন ইচ্ছাপুর,আসানসোল, দুর্গাপুর ও বাংলার বিভিন্ন জায়গায় এই ইনসাব যাত্রা গিয়ে পৌঁছবে। যেখানে যেখানে এই ইনসাব যাত্রা গিয়ে পৌঁছাবে সেখানে সেখানে তিনি তার উপস্থিত কামনা করছেন। এরপর সভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ আরো অনেকে। সেখানে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা জামির মোল্লা, মুকুল মন্ডল, অভিনেতা দেবদূত ঘোষ, যুবনেতা সৈয়দ নুরুল হাসান, সন্দীপন দাস সহ আরো অনেকে। নেতৃবৃন্দ এদিন যুবদের সঙ্গে চাকরির প্রতারণা বিষয়ে নানা কথা বলেন এবং প্রতারকদের শাস্তির দাবি তোলেন।

Leave a Reply

Translate »