ইসলামপুরের ঋষিপুরে এক রহস্যজনক কালীপুজো – G Tv { Go Fast Go Together)
ইসলামপুরের ঋষিপুরে এক রহস্যজনক কালীপুজো

ইসলামপুরের ঋষিপুরে এক রহস্যজনক কালীপুজো

Reported By:-MASUD RANA

২১ শে অক্টোবর, শুক্রবার, ইসলামপুরের ঋষিপুরে ৩৩ টি মূর্তি নিয়ে হয় এক রহস্যজনক কালীপুজো । জানা যায়, এখানে প্রতিবছরই একাধিক মূর্তি নিয়ে এই কালীপুজো উৎসব পালিত হয়। এই বছর একটা বড়মা এবং ৩২টি মানতের মূর্তি তৈরি করা হয়। মুর্শিদাবাদের ইসলামপুর থানার এই ঋষিপুর এলাকা প্রত্যন্ত গ্রাম্য এলাকা। এই এলাকার কেউ কেউ বলছেন, প্রায় ৫০০ থেকে ৬০০ বছর ধরে এই কালীপুজোর ঐতিহ্য চলে আসছে। ওই কালীপুজো কমিটিগুলির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এই পুজোর শুরু আসলে কারা করেছিল সেটাই এখনও পর্যন্ত রহস্যজনক। তবে অনেকেই বলেন সেখানে বিল থাকার কারণে হালদাররা কালীপুজো দিয়ে মাছ ধরতে নামতেন। আবার কেউ কেউ বলেন, ওই এলাকায় ভয়ংকর জঙ্গল ছিল। তাই রাস্তা দিয়ে দিনে দুপুরে মানুষ যেতে ভয় করত। তবে ভয়টা জন্তু-জানোয়ারদের কারণে নয়, ভয় করত ডাকাতের দলেদের এবং ওই ডাকাতের দল ডাকাতি শুরু করার আগেই কালীপুজো দিয়ে এবং বিসর্জন দিয়েই তারা নাকি ডাকাতি শুরু করত। এরকম রহস্যজনক কথা ওই এলাকার সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় ।

Leave a Reply

Translate »