Reported By : মোহাম্মদ জাকারিয়া
২৬শে সেপ্টেম্বর, মঙ্গলবার, একাধিক দাবীতে করণদিঘী BDO এবং IC এর কাছে ডেপুটেশন জমা টোটো চালকদের।
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, রাজ্যের এক বিশাল সংখ্যাক শহর ও গ্রামের উচ্চশিক্ষিত, শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক-যুবতী কর্মসংস্থানের কোনো রাস্তা না পেয়ে রোজগারের জন্য ই-রিক্সা বা টোটো চালকের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর ০৫/০৯/২০২৩ তারিখে এক বিঞ্জপ্তি জারি করে জাতীয় ও রাজ্য সড়কে এবং জেলার গুরুত্বপূর্ন সড়কগুলির উপর দিয়ে অন্যান্য তিন চাকার গাড়ির সাথে এই টোটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পরিবহন শ্রমিক হাওয়া সত্বেও এই টোটো বা ই- রিক্সা চালকদের নেই পরিবহন শ্রমিকের স্বীকৃতি ও পরিচয়পত্র। ফলে- নেই কোনো প্রকার সামাজিক সুরক্ষা। এই অসহনীয় অবস্থা নিরসনের জন্য এদিন সারা বাংলা ই-রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানা হয় করণদিঘীর বিডিও এবং করণদিঘী থানায়, এদিন করণদীঘি হাই স্কুল মাঠ থেকে করণদিঘী বিডিও অফিস পর্যন্ত টোটো চালকরা বিক্ষোভ মিছিল বের করেন।