একাধিক দাবীতে করণদিঘী BDO এবং IC এর কাছে ডেপুটেশন জমা - G Tv { Go Fast Go Together)
একাধিক দাবীতে করণদিঘী BDO এবং IC এর কাছে ডেপুটেশন জমা

একাধিক দাবীতে করণদিঘী BDO এবং IC এর কাছে ডেপুটেশন জমা

Reported By : মোহাম্মদ জাকারিয়া
২৬শে সেপ্টেম্বর, মঙ্গলবার, একাধিক দাবীতে করণদিঘী BDO এবং IC এর কাছে ডেপুটেশন জমা টোটো চালকদের। সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, রাজ্যের এক বিশাল সংখ্যাক শহর ও গ্রামের উচ্চশিক্ষিত, শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবক-যুবতী কর্মসংস্থানের কোনো রাস্তা না পেয়ে রোজগারের জন্য ই-রিক্সা বা টোটো চালকের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। সম্প্রতি রাজ্য পরিবহন দপ্তর ০৫/০৯/২০২৩ তারিখে এক বিঞ্জপ্তি জারি করে জাতীয় ও রাজ্য সড়কে এবং জেলার গুরুত্বপূর্ন সড়কগুলির উপর দিয়ে অন্যান্য তিন চাকার গাড়ির সাথে এই টোটো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পরিবহন শ্রমিক হাওয়া সত্বেও এই টোটো বা ই- রিক্সা চালকদের নেই পরিবহন শ্রমিকের স্বীকৃতি ও পরিচয়পত্র। ফলে- নেই কোনো প্রকার সামাজিক সুরক্ষা। এই অসহনীয় অবস্থা নিরসনের জন্য এদিন সারা বাংলা ই-রিক্সা টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানা হয় করণদিঘীর বিডিও এবং করণদিঘী থানায়, এদিন করণদীঘি হাই স্কুল মাঠ থেকে করণদিঘী বিডিও অফিস পর্যন্ত টোটো চালকরা বিক্ষোভ মিছিল বের করেন।

এদিন দাবিতে ডেপুটেশন জমা করা হয় মূলত ১) 05/08/23 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে। ২) ই-রিক্সা বা টোটো চালকদের “ পশ্চিমবঙ্গ পরিবহণ ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প ২০১০” এর অর্ন্তভূক্ত করার দাবিতে। ৩) সব ধরনের ই-রিক্সা বা টোটো যানের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার দাবিতে। ৪) চালকদের উপর প্রশাসনিক হয়রানী ও বিধিনিষেধ বন্ধ করার দাবি সহ আরো কয়েকটি দাবীতে ডেপুটেশন জমা করা হয়।

Leave a Reply

Translate »