এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে জলে পরে নিখোঁজ এক - G Tv { Go Fast Go Together)
এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে জলে পরে নিখোঁজ এক

এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে জলে পরে নিখোঁজ এক

Reported By:-Binoy Roy

মুর্শিদাবাদের ফরাক্কা নিশিন্দ্রা কাটানোর উপর দিয়ে ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামায় তলিয়ে গেলো ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা ফলে বিকল্প রাস্তা হিসেবে স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে জলে পরে নিখোঁজ হয় এক স্থানীয় এক এনটিপিসির ঠিকা শ্রমিকের। পুলিশ সূত্র জানাযায়, নিখোঁজ ব্যক্তির নাম প্রভু সিং। বয়স ৫১ বছর। বাড়ি নিশিন্দ্রা গ্রামে। স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে নিশিন্দ্রা গ্রামের প্রভু সিংহ নামে এক ব্যক্তি এনটিপিসিতে কাজে যাবার সময় দেখে নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে জল যাচ্ছে। সেখান পারাপার করতে না পেরে পার্শ্ববর্তী এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যায়। হঠাৎ ব্রীজ থেকে জলে পরে যায় ওই ব্যাক্তির। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলেও তৎক্ষনাৎ জলে তলিয়ে যায়। নিশিন্দ্রা কাটানে ব্রিজ না হওয়ার কারনে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এনটিপিসি অ্যাসপন্ড ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিশিন্দ্রা কাঠানের উপর ব্রিজ না হওয়ার কারনে আজ এই দুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে নিখোঁজ ব্যাক্তিকে খোঁজাখুঁজির কাজ শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসছে ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক। প্রাক্তন বিধায়ক মইনুল হক এসে বলেন নিশিন্দ্রা কাটান না হবার কারন ফরাক্কার নতুন বিধায়ক মনিরুল ইসলাম বলতে পারবেন।

Leave a Reply

Translate »