এবছর আম ও লিচুর মুকুলে সেজে উঠতেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে,যেন খুশির হাওয়া চাষীদের - G Tv { Go Fast Go Together)
এবছর আম ও লিচুর মুকুলে সেজে উঠতেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে,যেন খুশির হাওয়া চাষীদের

এবছর আম ও লিচুর মুকুলে সেজে উঠতেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে,যেন খুশির হাওয়া চাষীদের

REPORTED BY:- MASUD RANA

গত দুই বছর ধরে বিশ্বাস ভুলে গিয়ে এ বছর আম ও মুকুলে সেজে উঠেছে। সামসেরগঞ্জ সহ ফরাক্কা ও সুতি এলাকার বেশ কিছু আম ও লিচু বাগান।বষন্ত আসতেই গাছে গাছে যেনো মুকুলের মেলা। ছোটো বড়ো সমস্ত বাগানের বেশির ভাগ গাছে ব্যাপক আম ও লিচুর মুকুল লক্ষ করা গেলো সামসেরগঞ্জ সুতি ও ফরাক্কা এলাকায় ।যদিও কিছু কিছু জায়গায় লিচুর ব্যাপক মুকুল থাকলেও তুলনামূলক আমের মুকুল কম লক্ষ করা যাচ্ছে।গত বছরে করোনা আহবহের ফলে লোকসানের ফলে এবছর আম ও লিচু তে ব্যাপক মুকুল হ‌ওয়ায় খুশি আম ও লিচু চাষিরা। উল্লেখ্য মালদার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে ও আম লিচুর ব্যাপক ফলন লক্ষ করা যায়।প্রতি বছর হাজার হাজার আম উৎপাদন হয়।ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি বিভিন্ন প্রান্তের বাগান থেকে। আম ও লিচু চাষির ওপর নির্ভর করে হাজার হাজার মানুষ জীবিক নির্বাহ করে। এলাকার উপাধিত আম রাজ্ঞ তথা দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হয়। বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদার সুস্বাদু আমে চাহিদা ব্যাপক।লিচুর চাহিদা ও কোনো অংশে কম হয়নি। এবছর আম ও লিচুর মুকুল ভালো হ‌ওয়ায় খুশি আম ও লিচু চাষিরা।

Leave a Reply

Translate »