সামনেই লোকসভা ভোট, তার আগে বোমা উদ্ধার। এবার বোমা উদ্ধার মুর্শিদাবাদের সাগরপাড়ায়। মোট ৫টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়। মাঠের একটি জায়গায় প্লাস্টিকের বালতি সমেত উদ্ধার করা হয় বোমাগুলো।এলাকায় বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতে সাগরপাড়ার জয়পুর মণ্ডলপাড়ায়, মাঠের মধ্যে বোমাগুলো উদ্ধার করেন সাগরপারা থানা পুলিশ।