কৃষকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রতিবাদে ট্রাক্টর ও বাইক র‍্যালী ইটাহারে - G Tv { Go Fast Go Together)
কৃষকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রতিবাদে ট্রাক্টর ও বাইক র‍্যালী ইটাহারে

কৃষকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রতিবাদে ট্রাক্টর ও বাইক র‍্যালী ইটাহারে

Reported By:- অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

ইটাহার: কেন্দ্র সরকার কালা আইন প্রত্যাহারের পর কৃষকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রতিবাদে ট্রাক্টর ও বাইক র‍্যালী ইটাহারে। শুক্রবার কৃষকদের স্বার্থে সংযুক্ত কিষাণ মোর্চা, খেত মজদুর সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের ডাকে এদিনের ট্রাক্টর ও বাইক র‍্যালীর আয়োজন করা হয়। এদিন প্রথম ট্রাক্টর র‍্যালীটি সিপিআইএম পার্টির সারা ভারত কৃষক সভার তরফে করা হয়। ট্রাক্টর র‍্যালীটি সমগ্র ইটাহার ব্লক পরিক্রমা করে। পাশাপাশি দ্বিতীয় বাইক র‍্যালীটি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের তরফে করা হয়। এই র‍্যালীটি ইটাহার সদর এলাকা পরিক্রমা করে। মূলত, বিভিন্ন কৃষক সংগঠনের জোরদার আন্দলোনের সামনে পিছু হোটে কেন্দ্র সরকার কালা আইন বাতিল করে। কিন্তু এই আইন বাতিলের পর কেন্দ্র সরকার কৃষকদের বিভিন্ন দাবি পূরণের যে প্রতিশ্রুতি দেয় তা এখনো পূরণ হয় করেনি। ফলে প্রতিশ্রুতি পূরণের দাবিতে এদিন ইটাহারে সংযুক্ত কিষাণ মোর্চা, খেত মজদুর সংগঠন ও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের ডাকে ২৬শে জানুয়ারি ৭৫তম সাধারণতন্ত্র দিবসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে সমগ্র দেশের পাশাপাশি ইটাহারে ট্রাক্টর ও বাইক র‍্যালীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, সারা ভারত কৃষক সভার তরফে ছিলেন আব্দুর রহিম, সিরাজুল ইসলাম, আনোয়ারুল হক, কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের তরফে ছিলেন তপন দাস, হবিবুর রহমান, মহিদুর রহমান সহ অন্যান্যরা।

Leave a Reply

Translate »