এলাকার অবৈধ ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে অবশেষে বহরমপুরের চয়াপুর

Reported By: Binoy Roy

এলাকার অবৈধ ব্যবসায়ীদের জটিলতা কাটিয়ে অবশেষে বহরমপুরের চয়াপুর ওভারব্রিজ সংলগ্ন দোকান ভাঙার কাজ শুরু করলো প্রশাসন। নির্ধারিত সময় অনুসারে মঙ্গলবার সকাল থেকে এই কাজ শুরু করা হ’ল সদর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের উপস্তিতিতে। আগামী ২ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেখানে রাস্তা সম্প্রসারণের পাশাপাশি নতুনভাবে তৈরি করা হবে একটি ট্রাফিক সিগনাল পোস্ট ও পাঁচ রাস্তার মোড়ে একটি ট্রাফিক কন্ট্রোল রুমও তৈরি করা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ওই এলাকায় ২৫ জন অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়েছে রেলওয়ে ওভারব্রিজের নিচে। শুধু শহরবাসীই নয় সদর শহরে প্রবেশের অন্যতম এই রাস্তা, তাই এই সম্পূর্ণ কাজ যত শীঘ্র সম্ভব সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক প্রভাত চ্যাটার্জি।

Leave a Reply

error: Content is protected !!