উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থপনায় ছিলেন কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এর কর্ণধার মাননীয় শ্রী অচিন্ত্য লাহা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী সুবোধ সরকার ,স্বনামধন্য গায়ক শ্রী সুদেব দে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নীলিমা চক্রবর্তী, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে , বিশিষ্ট সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট ও বিশিষ্ট সঞ্চালক দিব্যেন্দু দত্ত মহাশয় সহ সমাজের আরো বিশিষ্টজনেরা।
বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক, মেমেন্টো, উত্তরীয় দিয়ে সম্মানিত করেন সাহারা কুইন এর অন্যতম কর্ণধার চাঁদনী চৌধুরী মহাশয়া ও মোহাম্মদ জাভেদ।