কফি হাউসের নতুন পথচলা... দক্ষিণ কলকাতার বালিগঞ্জে - G Tv { Go Fast Go Together)
কফি হাউসের নতুন পথচলা…  দক্ষিণ কলকাতার বালিগঞ্জে

কফি হাউসের নতুন পথচলা… দক্ষিণ কলকাতার বালিগঞ্জে

Reported By News Desk

শিল্পী সেই কবে গান গেয়েছেন "কফি হাউসের আড্ডাটা আজ আর নেই"।কিন্তু এ কথা বোধহয় পুরোপুরি ঠিক নয়। বাঙালির আড্ডা কখনোই শেষ হবার নয়। আর কফি হাউস নামের সাথে বাংলার যে আত্মিক যোগ তা অনন্ত। তাই কলেজ স্ট্রিটের সীমানা ছাড়িয়ে তার শাখা প্রশাখা ডানা মেলছে।ইন্ডিয়ান কফি হাউসের সেই রকমই একটি ফ্রাঞ্চাইসি বালিগঞ্জ বিজন সেতুর পাশে তার যাত্রা শুরু করলো ৫ই মে ২০২৪। "সাহারা ক্যুইন" ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে দক্ষিণ কলকাতার মানুষদের উপহার দিলেন আদ্যন্ত আধুনিক সাজে সজ্জিত শীততাপ নিয়ন্ত্রিত বাঙালির সেই চিরন্তন কফি হাউস।

উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থপনায় ছিলেন কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন এর কর্ণধার মাননীয় শ্রী অচিন্ত্য লাহা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী সুবোধ সরকার ,স্বনামধন্য গায়ক শ্রী সুদেব দে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নীলিমা চক্রবর্তী, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক শ্রী সুধাংশু শেখর দে , বিশিষ্ট সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট ও বিশিষ্ট সঞ্চালক দিব্যেন্দু দত্ত মহাশয় সহ সমাজের আরো বিশিষ্টজনেরা। বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক, মেমেন্টো, উত্তরীয় দিয়ে সম্মানিত করেন সাহারা কুইন এর অন্যতম কর্ণধার চাঁদনী চৌধুরী মহাশয়া ও মোহাম্মদ জাভেদ।

Leave a Reply

Translate »