কবর থেকে মৃতদেহ তোলা হল

Reported By:- Dibbendu Goswami

বীরভূম জেলার সদাইপুর থানা এলাকার একটি কবরস্থান থেকে রাজনগর ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভদীপ পালিত, সিআই সদর সার্কেল কৌশিক সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, কবরস্থান কমিটির সদস্য ও মসজিদ কমিটির সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ তোলা হল। এদিন কবরস্থানে একটি কবরের মাটি খুঁড়ে পচা গলা অবস্থায় মৃতদেহটি তোলা হয়। এদিন রাজনগর ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শুভদীপ পালিত জানান, আমরা এখানে সিআই সাহেব, ওসি সাহেব, মুথাবেড়িয়া ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটির সদস্যদের সাথে নিয়ে এই কবরস্থানে এসেছিলাম। স্থানীয় বাসিন্দারা সদাইপুর থানায় লিখিত দিয়েছিলেন যে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ কয়েকদিন ধরে এই কবরস্থানে রয়েছে। তাই আজ সেই মৃতদেহ তোলা হল। মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে না ছেলে না মেয়ে। এমনকী পা গুলো পচন ধরে গিয়েছে। ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে। পাশাপাশি মনোহরপুরের বাসিন্দা মুফতি আবদুস সামাদ জানান, মুথাবেড়িয়া ১ নম্বর কবরস্থানে একটি বেওয়ারিশ মৃতদেহ পড়েছিল। সেটা দেখেছিল যাঁরা কবরস্থানে গাছ কাটতে এসেছিল। তাই ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটির সদস্যরা গতকাল সদাইপুর থানায় লিখিত দিয়েছিলাম এই মৃতদেহ আমাদের এখানকার নয়। কেউ হয়তো রেখে দিয়ে গেছে। তাই আজ বিডিও সাহেব, সিআই সাহেব, ওসি সাহেব ও আমাদের সকলের উপস্থিতিতে সেই মৃতদেহ তোলা হল এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হল।

Leave a Reply

error: Content is protected !!