খোলা হাওয়া শারদ সংখ্যা ১৪২৮ কবিতা -দেবাশিস চন্দ September 28, 2021September 28, 2021 gtvnews গেরস্থালি কলাইয়ের থালায় গরম ভাতের ওম, কুপির দুঃখী আলোয় ঠাকুমার ম্লান মুখের ভাঁজে ভাঁজে বিত্তনিম্নের অমবস্যা, ফিরে যাওয়া বলে কিছু নেই, ভেঙে গেছে কর্ষণসেতু, জলের নিচে মন খারাপ করা গেরস্থালি, পথের গানে মেঘে মেঘে মৃত তারাদের ছায়া। ঠিকানাচ্যুত পথ পড়ে থাকে পাতাঝরা, আশ্রয়হীন জানি না সত্যিই আমি জানি না কীভাবে কোথায় কখন লিখতে হয় ঠিকুজিকু্ষ্ঠি, কোথায় নোয়াতে হয় মাথা Share Facebook Twitter Pinterest Linkedin