করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিত মিশ্রা! - G Tv { Go Fast Go Together)
করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিত মিশ্রা!

করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিত মিশ্রা!

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসব ২০২৩ দশম তম বর্ষে ১৭ অক্টোবর মহাতৃতীয়ার দিন টঙ্গীদিঘী এম.এল.এ মাঠে শুভ উদ্বোধন হয়! পুজো উদ্বোধনের পারফর্ম করতে এসেছিলেন মুম্বাই থেকে আগত প্লেব্যাক গায়ক অমিত অমিত মিশ্রা এবং তিনি প্রায় দুই ঘণ্টা ধরে পারফর্ম করেন। এছাড়াও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশবচ রাজ্য বিহার রাজ্যের কাঠিয়ার লোকসভার সংসদ দুলাল চন্দ্র গোস্বামী, উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্রনাথ কুমার মিনা, রায়গঞ্জ পুলিস জেলার সুপার সানা আক্তার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়া লাল আগারওয়াল, রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, এছাড়াও উপস্থিত প্রাক্তন সংসদ ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা করণদিঘির বিধায়ক গৌতম পাল ও উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ আরো অনেকেই এদিন উপস্থিত ছিলেন। করণদিঘী বিধায়ক গৌতম পাল জানান এবারের থিম রয়েছে পাটের তৈরী বিভিন্ন হারানো জিনিস, যেমন পালকি, রেডিও, বাইস্কোপ, নাঙ্গল, গরুর গাড়ি সহ আরও বিভিন্ন জিনিস তার সাথে থিম রয়েছে প্রাণীদের সংরক্ষণ। করণদিঘী ব্লক সার্বজনীন দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে যেদিন প্রচুর মানুষের লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তিনি উত্তর দিনাজপুর জেলাবাসিকে পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Translate »