কৃষকের অবস্থা করুন? সরকার কি চিন্তাশীল!

কৃষকের অবস্থা করুন? সরকার কি চিন্তাশীল!

Reported By: Binoy Roy

YouTube Link: https://youtu.be/q11_I0mF5P4

পুজো তো হবেই, তবে এবার জাঁকজমকপূর্ণ পুজো আনন্দের সাথে ক’জনের ভাগ্যে জুটবে সেটাই এখন দেখার। একে মূল্যবৃদ্ধির বাজার, তার উপর মুর্শিদাবাদ জেলায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি এখনও। ফলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়েছে কৃষিপ্রধান এই জেলার কৃষকদের। লাভের আশায় রীতিমতো খরচ করে ফসল চাষের পরেও কোনো লাভ তুলতে পারেন নি তারা। ফলে একদিকে আর্থিক অনটনে জর্জরিত পরিবার, অন্যদিকে চাষের খরচ যোগাতে ঘাড়ে ঋণের ভার। অবশেষে সেই ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো চাষি। মুর্শিদাবাদে নবগ্রাম থানার পাঁচগ্রামে মহলদার পাড়ার ঘটনা। মানসিক অবসাদে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হ’ল বছর ৩৮ এর এক কৃষক। পরিবার সূত্রে জানা গিয়েছে- নিজের সামান্য পরিমাণ জমিতে চাষাবাদের জন্য মাত্র ৪০ হাজার টাকা লোন নিয়ে তা পরিশোধ করতে না পারার জন্যই মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সুখেন হালদার নামে ওই কৃষক। ঘটনায় শোকের ছায়া নামে মৃতের পরিবারে।

Leave a Reply

error: Content is protected !!