ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । – G Tv { Go Fast Go Together)
ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ।

ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ।

Reported By: Masud Rana

YouTube Link: https://youtu.be/GsY_GWiUISA

ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । সামশেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙ্গন শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে দুটি বাড়ি। আরও বেশ কিছু বাড়ি জে কোন সময়ে তলিয়ে যাওয়ার অবস্থায়। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন তাদের বাড়িঘর ভেঙে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন তারা।এদিন সকালে ঘুম ভাঙতেই নদী পারের মানুষজন লক্ষ্য করেন একটু একটু করে গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে পার। একে একে ভেঙে পড়ছে বাড়িঘর , ধুলিস্যাৎ হচ্ছে জমি জায়গা । পরিবার পরিজন নিয়ে চারিদিকে শুধুই হাহাকার আর উৎকণ্ঠা । কান্নায় ভেঙে পড়েছেন মহিলা, বধূরা। কোথায় যাবেন কি করবেন সবকিছু হারিয়ে চোখের জল তাদের সঙ্গী। সকাল থেকেই বিধ্বংসী ছবি গ্রাম জুড়ে। প্রতিবার ভাঙ্গনে সর্বহারা হন এবারও একই ছবি। ক্ষুব্ধ গ্রামের মানুষ।

গঙ্গা ভাঙ্গনে ছিন্নমূল মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে শামশেরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় বিএসএফ জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ভাঙ্গন কবলিত এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে পাশের স্কুলে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়া হচ্ছে। পরবর্তীতে ব্লক প্রশাসনের নির্দেশ মোতাবেক স্থায়ী কোন ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সামসেরগঞ্জ থানার ওসি। গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকায় এদিন আসেন ধুলিয়ান সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মোদাসার হোসেন। ভাঙ্গন প্রতিরোধে বারবার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেই শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্কিত মানুষজন তাদের বাড়িঘর ভেঙে নিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে গ্রামবাসীদের পাশে রয়েছেন বলেই দাবী করেছেন বোগদাদনগর গ্রাম পঞ্চায়েত

 

Leave a Reply

Translate »
Call Now Button