কোলকাতার জোকায় গড়ে উঠতে চলেছে কোলকাতার বৃহত্তম বাংলো টাউনশিপ

কোলকাতার জোকায় গড়ে উঠতে চলেছে কোলকাতার বৃহত্তম বাংলো টাউনশিপ

Reported By:- News Desk

‘শহুরে বন’ ভাবনাকে পাথেয় করে বৃহত্তর কোলকাতার জোকা-য় ‘ইমামি রিয়েলটি’ উন্মোচন করল ‘আস্থা’। আজ এক সাংবাদিক সম্মেলন করে ‘আস্থা’ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন “আস্থা’-র মুখ্য স্থপতি সঞ্জয় পুরী এবং স্প্যারো-র দুই প্রধান নকশাকার রেশমী ও আশিস। ‘আস্থা’-র তরফ থেকে জানানো হয়েছে, “৪০ একর জমির উপর গড়ে উঠতে চলেছে কোলকাতার প্রথম বৃহত্তম বাংলো টাউনশিপ ‘আস্থা’। ‘আস্থা’ মূলতঃ চারভাগে বিভক্ত থাকবে, এর একদিকে থাকবে ওয়েলকাম জোন, অন্যদিকে থাকবে ক্রেডিবিলিটি জোন, বাকি দু’দিকে থাকবে এক্সপেরিয়েন্স জোন ও প্যাসেজ লবি।’ইমামি রিয়েলটি’-র ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ নীতিশ কুমার আজ সাংবাদিক সম্মেলনে জানান, “আস্থা নির্মাণে আনুমানিক খরচ হবে ৩০০ কোটি টাকা, বিক্রির জন্য ৩৭৭ টা প্রিমিয়াম বাংলো থাকবে আস্থা-র ভেতরে। প্রথম পর্যায়ে ২ থেকে ২.৪৬ কাটা জমি নিয়ে এক একটা জমির খণ্ড পাওয়া যাবে।”

Leave a Reply

error: Content is protected !!