নিউ দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন – G Tv { Go Fast Go Together)
নিউ দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউ দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reported By News dask

“আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস” পালন করা হলো ২১ শে ফেব্রুয়ারী দিল্লির আকসার থিয়েটার কক্ষে । আশ্রয় সাহিত্য একাডেমির উদ্যোগে ও ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন সর্ব ভারতীয় সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শ্রী পরিমল কান্তি মন্ডল মহাশয়ের নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজ্য থেকে প্রায় শতাধিক প্রতিনিধি । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী শ্রী কিশোর তরফদার (উত্তরপ্রদেশ ) ,ডঃ দেবজ্যোতি গায়েন (দিল্লি ), মুকেশ শুক্লা (ভাইসচেয়ারমেন্ CWS) , শ্রী অশোক কুমার মন্ডল(BRMGSU রাজস্থান) , সুপ্রিম কোর্ট এডভোকেট আর আর বাগ , শ্রী বিদ্যাধর মল্লিক (BRMGSU) সাধারণ সম্পাদক ও শ্রী দীপক সামন্ত বিশিষ্ট সমাজসেবী। আশ্রয় সাহিত্য একাডেমী ও BRMGSU সর্ব ভারতীয় সভাপতি শ্রী পরিমল কান্তি মন্ডল মহাশয় উনার বক্তব্যে বলেন , মুক্ত ভাবে হোক মাতৃভাষার চর্চা অর্থাৎ বাংলা ভাষার চর্চা, এবং তিনি উক্ত দিনে সমস্ত বাঙালি ও শুভানুধ্যায়ীদের নিয়ে গঠন করেন INTER NATIONAL BENGALI ASSOCIATION (INBA) । যাদের প্রাথমিক কাজ হবে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে কর্মসূত্রে বসবাস করছেন নানা দেশে তাদেরকে একত্রীকরণ করে এক ছাতার তলায় নিয়ে বাংলা ভাষা ও বাঙালিদের মৌলিক সমস্যার সমাধান করা। তাছাড়া উনি শ্রমিক ও কৃষক মেহনতি গরিব মানুষের কথা তুলে ধরার জন্য ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের বার্তা তুলে ধরার জন্য বর্তমান সময় উপযোগী একটি “মজদুর কিষান বার্তা” নামে সাপ্তাহিক পত্রিকা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। যেটি প্রকাশিত হবে তিনটি ভাষায় বাংলা , হিন্দি এবং ইংরেজি তে। তাছাড়া উনি সারা দেশে যে প্রায় ১০ লক্ষ অসংঘটিত শ্রমিক মালগোদামে কাজ করে চলেছে তাদের ন্যূনতম মজুরি , স্বাস্থ্য , বীমা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তার কথা তুলে ধরেন এবং দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে ভারত সরকারের শ্রম ও রেলমন্ত্রকের যৌথ সহযোগিতায় প্রায় ২০ কোটি টাকার স্বাস্থ্য ও জীবন সুরক্ষা যোজনার রক্ষা কবচ শ্রমিকদের কাছে পৌঁছে দিতে পেরেছেন ১০ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে। তাছাড়া উনি ১০ লক্ষ শ্রমিকের ২০ লক্ষ শিশুদের জন্য লেবার চাইল্ড কেয়ার ইউনিট " শ্রম পাঠশালা " এর মধ্য দিয়ে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন সারা ভারতবর্ষের ১০৭৮ মালগোদাম গুডশেডে।

Leave a Reply

Translate »
Call Now Button