Reported By : Masud Rana
ডোমকল ফ্যান ক্লাবের উদ্যোগে সম্পূর্ণ হলো ক্রিকেট শর্ট বাউন্ডারি উইন্টার কাপ। ১৩ ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যার পরেই শুরু হয় এই উইন্টার কাপ। এই খেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম ওরফে বাপি বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সালামত উল্লাহ শেখ, দেবাংশু সরকার, গৌরাঙ্গ দত্ত সহ আরো অনেকেই। খেলা চলে মোটামুটি রাত্রি দুটো নাগাদ, কিন্তু গভীর রাত্রে বেশিরভাগ কুয়াশা থাকার জন্যই সেই খেলার সম্পূর্ণ না হওয়াই, পরের দিন অর্থাৎ বুধবার সম্পূর্ণ করা হয় ক্রিকেট শর্ট বাউন্ডারি উইন্টার কাপ। ফাইনাল খেলার মুখোমুখি হয় বেলডাঙ্গা শর্ট মার্কেট ক্লাব এবং ডোমকল সি এস পি এল। খেলায় জয়ী হয় বেলডাঙ্গা শর্ট মার্কেট ক্লাব। খেলা দেখতে ভিড় করেন টিকেট প্রেমীরা।
