Reported By : News Desk
৩০ শে নভেম্বর, বুধবার, রেলওয়ে আন্ডার পাশের কাজ শুরুতে সমস্যায় পড়েছেন পথ চলতি সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে চুঁয়াপুর রেলওয়ে লেবেল ক্রসিং 131/SPL/T নং গেটে রেলওয়ে আন্ডার পাশের কাজ শুরুর জন্য পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয় এই লেবেল ক্রসিংয়ের রাস্তাটি। ফলে সমস্যায় পড়ে পথ চলতি সাধারণ মানুষজন। এলাকার পথ চলতি সাধারণ মানুষেরা জানিয়েছেন, এই চুঁয়াপুর রেলওয়ে লেবেল ক্রসিং 131/SPL/T এই রাস্তাটি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে তাদের ভীষণ সমস্যা হচ্ছে। এই এলাকার মানুষদের দোকান বাজার করতে ওভার ব্রিজ দিয়ে যেতে হচ্ছে। এছাড়াও বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, ছোট ছোট বাচ্চারা রেলওয়ে ওভার ব্রিজ দিয়ে যাতায়াত করতে সমস্যা হয় ফলে তারা লেবেল ক্রসিং দিয়ে যাতায়াত করে। আজ থেকে লেবেল ক্রসিং বন্ধ হয়ে যাওয়াতে এলাকার মানুষদের সমস্যা হচ্ছে। স্থানীয়দের আবেদন, যাতে রেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন এলাকার মানুষদের লেবেল ক্রসিং দিয়ে যাতায়াতের একটু ব্যবস্থা করে তাহলে তাদের উপকার হয়।