আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মর্তুজা হোসেন ওরফে বকুল। প্রয়াত মন্ত্রী আব্দুর সাত্তারের নাতি মর্তুজা। তিনি বর্তমানে লালবাগ মহকুমা কংগ্রেস সভাপতি।
এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কংগ্রেসের লালগোলা পঞ্চায়েতের প্রধান হন এরপরে ২০০৩ সালে জেলা পরিষদে কংগ্রেসের প্রতীকেই জয়ী হোন তিনি।২০১৩ সালে জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ হিসেবেও কাজ করেন মর্তুজা। তিনি জানান, আসন্ন নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের জয় হবে এই বিষয়ে তিনি আশা বাদী। আর্সেনিক মুক্ত জল এবং বিড়ি শ্রমিক দের নায্য প্রাপ্য আদায় -এই দাবিকে সামনে রেখে এবারের নির্বাচন করতে চলেছেন কংগ্রেস প্রার্থী।