সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী – G Tv { Go Fast Go Together)

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী

Reported By:- Binoy Roy

তিনি বললেন এদেশের মানুষ তাই নতুন করে আজকে আরেকটি ধোঁকাবাজি হচ্ছে। সরকার বলছে ধর্মীয় উৎপিরনে নির্যাতিত হয়ে যে সমস্ত অমুসলিম প্রবেশ করবে তাদেরকে আমরা অবৈধ নাগরিক বলবো না। তারা বর্ডার ক্রস করে যদি ঢুকে যায় তাদেরকে আমরা জায়গা দেব। অনেক হিন্দু বা অমুসলিম পাকিস্তান আফগানিস্তানে থাকতে পারে তারা এমনি আসতে পারে কিন্তু তাদের জন্য আইন নেই যাদেরকে আইন পেটাবে তাদেরকে বর্ডার পার করে চুরি করে আসতে হবে এটা বড় অদ্ভুত আইন। সরকার এখন তিতাতে ভুগছে, এখন নিয়ম আনতে কেন পাঁচ বছর লাগলো নবার সময় নিয়েছে। এখনো পর্যন্ত বলা হয়েছে পোর্টালে সব নাম নথিভুক্ত করতে হবে যারা চাইছেন নাগরিক আইনে নিয়ম অনুযায়ী সবাই অমুসলিম তাদের জন্য নির্ধারিত আছে ২০১৪ সালে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় উৎপিরনে উৎপীড়িত হয়ে ধর্মীয় যে নির্যাতন আছে সেটা কে প্রমাণ করবে তাদের জন্য কোন ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না শুধু এই তিন দেশ থেকে আসলেই হল।২০১৪ সালে ২১শে ডিসেম্বরের পরে গত ১০ বছর যারা অত্যাচারিত আসবে তাদের জন্য কোন আইন নেই অথচ পার্লামেন্টে অমিত শাহ বলছেন যা অত্যাচারিত হয়েছে তাদের কথা বলা হচ্ছে তা যদি প্রমাণ দেখাতে পারেনা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তার জন্য নাগরিকত্ব ২০১৪ থেকে ২০১৪ সাল জাতীয় অত্যাচারিত হন না কেন তার জন্য আইন নেই। এই জটিলতা গুলো বুঝে আপনার ঢোল বাজাবেন। অর্জুন সিং তো বিজেপিতে ছিল বিজেপি থেকে তৃণমূল আবার তৃণমূল থেকে ঘাসফুল ঘাসফুল থেকে পদ্মফুল এটাই চলছে রাজনীতি। তিনি বললেন এদেশের মানুষ তাই নতুন করে আজকে আরেকটি ধোঁকাবাজি হচ্ছে। সরকার বলছে ধর্মীয় উৎপিরনে নির্যাতিত হয়ে যে সমস্ত অমুসলিম প্রবেশ করবে তাদেরকে আমরা অবৈধ নাগরিক বলবো না। তারা বর্ডার ক্রস করে যদি ঢুকে যায় তাদেরকে আমরা জায়গা দেব। অনেক হিন্দু বা অমুসলিম পাকিস্তান আফগানিস্তানে থাকতে পারে তারা এমনি আসতে পারে কিন্তু তাদের জন্য আইন নেই যাদেরকে আইন পেটাবে তাদেরকে বর্ডার পার করে চুরি করে আসতে হবে এটা বড় অদ্ভুত আইন। সরকার এখন তিতাতে ভুগছে, এখন নিয়ম আনতে কেন পাঁচ বছর লাগলো নবার সময় নিয়েছে। এখনো পর্যন্ত বলা হয়েছে পোর্টালে সব নাম নথিভুক্ত করতে হবে যারা চাইছেন নাগরিক আইনে নিয়ম অনুযায়ী সবাই অমুসলিম তাদের জন্য নির্ধারিত আছে ২০১৪ সালে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় উৎপিরনে উৎপীড়িত হয়ে ধর্মীয় যে নির্যাতন আছে সেটা কে প্রমাণ করবে তাদের জন্য কোন ভিসা লাগবে না পাসপোর্ট লাগবে না শুধু এই তিন দেশ থেকে আসলেই হল।২০১৪ সালে ২১শে ডিসেম্বরের পরে গত ১০ বছর যারা অত্যাচারিত আসবে তাদের জন্য কোন আইন নেই অথচ পার্লামেন্টে অমিত শাহ বলছেন যা অত্যাচারিত হয়েছে তাদের কথা বলা হচ্ছে তা যদি প্রমাণ দেখাতে পারেনা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তার জন্য নাগরিকত্ব ২০১৪ থেকে ২০১৪ সাল জাতীয় অত্যাচারিত হন না কেন তার জন্য আইন নেই। এই জটিলতা গুলো বুঝে আপনার ঢোল বাজাবেন। অর্জুন সিং তো বিজেপিতে ছিল বিজেপি থেকে তৃণমূল আবার তৃণমূল থেকে ঘাসফুল ঘাসফুল থেকে পদ্মফুল এটাই চলছে রাজনীতি।

Leave a Reply

Translate »
Call Now Button