Reported By : Masud Rana
৪ ঠা ফেব্রুয়ারি, শনিবার, জলঙ্গিতে প্রাক সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করা হল। জলঙ্গির সাদিখাঁর দিয়াড় বিদ্যানিকেতনের ঘটনা। আবরণ উন্মোচন করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান , জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল সহ আরও অনেকে। শনিবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতারও উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন সাংসদ মইনুল হাসান। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দেকার গোলাম মোর্তজা জানান, বিদ্যালয়ের গৌরবময় ৭৫ বছর পূর্তির প্রাক্কালে উপমহাদেশে সম্প্রীতির প্রতিক দুই মহান ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন করা হল।” জানা যায়, ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হবে ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে। ৭৫ বছর আগে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশে এতদ অঞ্চলের যুব সমাজের শিক্ষার প্রয়োজনীয়তার কথা ভেবে এই এলাকার শিক্ষা প্রেমী মানুষ শিশির কুমার মুখোপাধ্যায় বিদ্যালয়ের জন্য জমিদান করেছিলেন। সেখানেই প্রতিষ্ঠা পেয়েছিল সাদিখাঁরদিয়াড় উচ্চ বিদ্যালয়। এদিনের অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পৌত্র পীযুষ মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।