সাংবাদিক বৈঠকে আইনজীবীরা - G Tv { Go Fast Go Together)
সাংবাদিক বৈঠকে আইনজীবীরা

সাংবাদিক বৈঠকে আইনজীবীরা

Reported By:- News Desk

গত ২৫ শে জানুয়ারি বার অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ আজিজ তিনি তার ব্যবহারিক কাজ করে বাড়ি ফেরার পথে ডোমকলে কিছু দুষ্কৃতি পরিকল্পিতভাবে তাকে মোটরসাইকেল থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তাকে চার জন মিলে মারধর করে। এই ঘটনায় আইনজীবী আজিজ দ্বিনি ওই রাতেই ডোমকল থানায় গিয়ে চারজনের নামে লিখিত অভিযোগ করেন। আজকের সাংবাদিক বৈঠকে শ্রী পীযুষ ঘোষ তিনি বলেন ওই রাতে আইনজীবী আজিজের সাথে দমকল থানা অত্যন্ত দুর্ব্যবহার করেন শুধু তাই নয় মোঃ মোহাম্মদ আজিজ কে ডোমকল থানার পুলিশ রাত্রে এগারোটা পর্যন্ত থানায় রেখে দিয়েছিলেন বলে জানান তিনি। গত তিরিশে জানুয়ারি আজিজ যখন বহরমপুর অ্যাসোসিয়েশনের অভিযোগ জানান যে একজন ব্যবহারজীবী হিসাবে তিনি জামিন নিয়ার কারণে তাকে প্রশ্ন করেন দুষ্কৃতিরা কেন তাদের জামিন করা হলো। সুতরাং একজন ব্যবহার জীবী হিসাবে আজিজ যে কাজটাই করেছিল তার উপর আঘাত এনেছিল ওই চার দুষ্কৃতি। এ বিষয়ে মাননীয় পীযূষ ঘোষ বলেন আমাদের দাবি ছিল মামলার গভীরতা দেখে ৩০৭ যোগ করতে হবে, আজিজ সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করবেন বলে তিনি জানান পীযুষ ঘোষ। তিনি বলেন আমরা এ বিষয়ে জেলা জজকে এই সমস্যার কথা জানানো হয়েছে যে অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত ডোমকল থানা তাদের আটক করেননি। বহাল তবিয়তে তারা থানার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন এই নিয়ে বেলা একটার সময় মুর্শিদাবাদ এর সমস্ত বারের প্রতিনিধিদের সর্বসম্মতিকরমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যতক্ষণ পর্যন্ত আজিজের উপর আক্রমণকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আগামী মঙ্গলবার পর্যন্ত এই কর্মবিরতি চালু থাকলো বলে তিনি জানান। তিনি আরো বলেন মুর্শিদাবাদ জেলায় যে আরো পাঁচটি বার আছে তারাও এই কর্ম বিরতি তে সামিল হবে বলে তিনি জানান

Leave a Reply

Translate »