Reported By : Masud Rana
৩০ শে জানুয়ারি, সোমবার, জলঙ্গিতে আজ বেলা দশটা বাজলেও সেন্টারে কারো দেখা না মেলায় অভিভাবিকারা বিক্ষোভ দেখান সেন্টারের সামনে। পরে দিদিমনি ও রাঁধুনী আসলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মিড ডে মিলের খাবার দেওয়া হয়নি। আজ সোমবার একই সমস্যা। মিড ডে মিলের খাবার না দিয়ে শুধু একটি করে ডিম দিয়ে দায় সারার চেষ্টা করেন সেন্টার কর্তৃপক্ষ। আর এই নিয়েই বিক্ষোভ দেখান অভিভাবিকারা।