Reported By : Masud Rana
৯ ই জানুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক কংগ্রেসের ডাকে ভারত জোড়ো যাত্রা। সোমবার দুপুরে জলঙ্গি ব্লক কংগ্রেসের ডাকে জলঙ্গি ব্লকের ধনিরামপুর বাজার থেকে ভাদুরিয়াপাড়া বাজার পর্যন্ত ১৯ কিলোমিটার রাস্তা পদযাত্রার মধ্য দিয়ে আজকের এই ভারত জোড়ো যাত্রা শেষ হয়। কেন্দ্র এবং রাজ্য সরকারের লাগামছাড়া দুর্নীতির বিরুদ্ধে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে, পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রার নেতৃত্ব দেন জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জলঙ্গি ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন হাজার হাজার কংগ্রেসের কর্মী সমর্থকরা পায়ে হেঁটে পদযাত্রায় অংশগ্রহণ করে বলে জানা যায়। আজকের এই ভারত জোড়ো যাত্রায় উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, রাজ্য যুব কংগ্রেস সাধারণ সম্পাদক ইউসুফ আলী বিশ্বাস, ব্লক যুব কংগ্রেস সভাপতি তৌসিফ জামান, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।