সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে পথ অবরোধ করণদিঘীতে - G Tv { Go Fast Go Together)
সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে পথ অবরোধ করণদিঘীতে

সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে পথ অবরোধ করণদিঘীতে

Reported By : মোহাম্মদ জাকারিয়া ৯ ই জানুয়ারি, সোমবার, সর্বভারতীয় কৃষক খেত মোজুর সংগঠনের পক্ষ থেকে সারের কালোবাজারি বন্ধ করতে এবং এম আর পি (MRP) রেটে সার বিক্রি করার দাবিতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘীর গোপালপুর স্ট্যান্ডে পথ অবরোধ করে আন্দোলন কৃষকদের। এদিন হাজার হাজার কৃষক পথ অবরোধ করে আন্দোলন করে বলে জানা যায়। সর্বভারতীয় কৃষক খেত মোজুর সংগঠনের করণদিঘী ব্লক সেক্রেটারি মোহাম্মদ জাহিরউদ্দিন জানান, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারের দোকান চালু থাকার কথা। সেখানে গত তিনদিন ধরে সারের দোকান বন্ধ। আজ এক সারের দোকানদার দোকান খুলেছে জানতে পেরে চাষিরা, প্রায় ১০-১৫ জন চাষি দোকানের সার বিক্রয় করতে যায়, এমারপি রেটে। তারপর দোকানদার দোকান বন্ধ করে চলে যান। তিনি আরও জানান, গত ৫ই জানুয়ারি করণদীঘির এডিও (ADO) অফিসে ডেপুটেশন দিয়েছিলেন। সংগঠনের ব্লক সেক্রেটারির দাবি, এডিও অফিসার বলেছিলেন কোনো দোকানদার যদি এম আর পি রেটে সার না দেয় তাহলে তাকে ফোন করতে। জাহির উদ্দিন বলেন, এডিও অফিসারকে বার বার কল করলেও কোনো সুরাহা মেলেনি। আমিনুল ইসলাম নামে এক কৃষক বলেন, 'আমরা ন্যায্য মূল্যের সার নেওয়া জন্য আন্দোলনে নেমেছি। আমরা দোকানদারের কাছে সার আনতে গেলে ন্যায্য মূল্যে পাচ্ছি না'। এমআরপি ১৩০০ টাকা থাকলেও ১৪০০, ১৫০০, ১৮০০, ২২০০ টাকা পর্যন্ত দাম চাইছে বলেও তার অভিযোগ। এদিন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ইনচার্জ নোলুল কর্মকার, ব্লক সেক্রেটারি মোহাম্মদ জাহির উদ্দিন, সদস্য সোকুল রাম, ভাগেন্দ্রনাথ সিংহ, আবদুল মাজেদ সহ অন্যান্য স্থানীয় কৃষকরা।

Leave a Reply

Translate »