জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব - G Tv { Go Fast Go Together)
জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব

জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব

Reported By : অভিজিৎ হাজরা
৪ ঠা ফেব্রুয়ারি, শনিবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর হাওড়া, হাওড়া জেলা প্রশাসন এর সহযোগিতায় আমতা ১ নং ব্লক ও পঞ্চায়েত সমিতি, জেলা তথ্য সংস্কৃতি বিভাগ এর ব্যবস্থাপনায় গ্ৰামীণ হাওড়া জেলার আমতা গার্লস হাই স্কুল এ জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি । চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠান ডালিতে আছে বাউল, পুতুল নাচ, ভাটিয়ালি গান,কালিকা পাতাড়ি নৃত্য,যাত্রা। ৩ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী, বিধায়ক সায়নী ঘোষ, হাওড়া জেলা পরিষদ এর সভাপতি কাবেরী দাস, হাওড়া জেলা পরিষদ এর সহ সভাপতি অজয় ভট্টাচার্য, আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার, আমতা ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা অচ্চিতা বসু মান্না, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, হাওড়া জেলা পরিষদ এর সদস্য বিমল দাস, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক ঘোষ আমতা থানা অফিসার ইনচার্জ অজয় সিং সহ প্রমুখ প্রশাসনিক আধিকারিকবৃন্দ।

Leave a Reply

Translate »