Skip to content
জেলা স্তরের ওরিয়েন্টেশন কাম সোশ্যাল মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম

জেলা স্তরের ওরিয়েন্টেশন কাম সোশ্যাল মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম

Reported By:-  মোহাম্মদ জাকারিয়াঃ ডালখোলাঃ

উত্তর দিনাজপুর জেলার এন এন এস এর নোডাল অফিসার এবং শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের যৌথ উদ্যোগে গত ৩০/০১/২০২৪ বেলা 11:30 মিনিটে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের সেমিনার হলে জেলা স্তরের ওরিয়েন্টেশন কাম সোশ্যাল মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজের এনএসএস এর প্রোগ্রাম অফিসাররা অংশগ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন শ্রী অগ্নিমিল দাস ইয়ুথ অফিসার, রিজিওনাল ডাইরেক্টরেট অফ এন এস এস, কলকাতা। পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলার নোডাল অফিসার ভূপেন জিমিরে, কলেজে অধ্যক্ষ ড. জয়িতা বসু IQAC এর কোর্ডিনেটার ড. লীনা সরকার ভাদুড়ী,জেলার নোডাল অফিসার শ্রী দিলীপ হাজরাসহ কলেজের অন্যান্য সকল অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ।

এই প্রথম রায়গঞ্জ, উত্তরবঙ্গ এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনের মোট ১৫ জন প্রোগ্রাম অফিসার নিয়ে জেলা স্তরের প্রথম কোন এই ধরনের প্রোগ্রাম। মোট ১০০ জন স্বেচ্ছাসেবক এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর জয়িতা বসু বলেন আমাদের কলেজের জন্য এটা খুবই আনন্দের ব্যাপার। আমরা আনন্দিত। ইয়ুথ অফিসার অগ্নিমিল দাসের বক্তব্যে উঠে আসে এনএসএস এর স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্যের কথা। প্রোগ্রামের অংশে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের যে সমস্ত স্বেচ্ছাসেবক জাতীয় স্তরের ক্যাম্পে অংশগ্রহণ করে, কলেজের নামকে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে তাদের প্রত্যেককে পদক পরিয়ে সম্মানিত করা হয়।

Leave a Reply

error: Content is protected !!