উত্তর দিনাজপুর জেলার এন এন এস এর নোডাল অফিসার এবং শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের এন এস এস ইউনিটের যৌথ উদ্যোগে গত ৩০/০১/২০২৪ বেলা 11:30 মিনিটে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের সেমিনার হলে জেলা স্তরের ওরিয়েন্টেশন কাম সোশ্যাল মিডিয়া ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজের এনএসএস এর প্রোগ্রাম অফিসাররা অংশগ্রহণ করেছেন। উপস্থিত ছিলেন শ্রী অগ্নিমিল দাস ইয়ুথ অফিসার, রিজিওনাল ডাইরেক্টরেট অফ এন এস এস, কলকাতা। পাশাপাশি উপস্থিত ছিলেন মালদা জেলার নোডাল অফিসার ভূপেন জিমিরে, কলেজে অধ্যক্ষ ড. জয়িতা বসু IQAC এর কোর্ডিনেটার ড. লীনা সরকার ভাদুড়ী,জেলার নোডাল অফিসার শ্রী দিলীপ হাজরাসহ কলেজের অন্যান্য সকল অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ।