মুখ্যমন্ত্রীর জনজোয়ার বহরমপুরে – G Tv { Go Fast Go Together)
মুখ্যমন্ত্রীর জনজোয়ার বহরমপুরে

মুখ্যমন্ত্রীর জনজোয়ার বহরমপুরে

Reported By:- News Desk

পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট ভাঙার জন্য সিপিএম-কে দায়ী করলেন মমতা ব্যানার্জী | 'ইন্ডিয়া' জোটের গুরুত্বপূর্ণ শরিক কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট ভেঙে যাওয়ার দায়ভার সিপিএম-এর উপরে চাপালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী । বুধবার বহরমপুর স্টেডিয়াম মাঠে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বলেন- কংগ্রেসের সাথে আমাদের 'আন্ডারস্ট্যান্ডিং' ভাল ছিল। এই সম্পর্ক যদি কেউ খারাপ করে থাকে তারা হলো সিপিএম। ওরা বিজেপি-র সবথেকে বড় দালাল। মুখ্যমন্ত্রী বলেন -আমি কংগ্রেসকে মালদা জেলাতে দু'টি লোকসভা আসন দিতে চেয়েছিলাম। যদিও এই রাজ্যে ওদের একজনও বিধায়ক নেই। আমি কংগ্রেসকে বলেছিলাম মালদার দু'টি আসন থেকে তারা যাতে জয়ী হয় সেটা আমি দেখে নেব। তবে আমি সিপিএম-এর সাথে চলতে পারবো না। ওরা আমাকে অনেক মারধর করেছে। আমার হিম্মত আছে আমি একা চলতে পারি। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়ির উপর আক্রমণের ঘটনার নিন্দা করে তিনি বলেন," ওই ঘটনা পশ্চিমবঙ্গে হয়নি। ওটা কিষাণগঞ্জ -কাটিহারে হয়েছে। বিহারে সদ্য নীতিশ কুমার-বিজেপি জোট হয়েছে। ওঁদের রাগ থাকতে পারে। " আজ বহরমপুর স্টেডিয়ামে প্রায় ১.২৪ লক্ষ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করার পর মুখ্যমন্ত্রী বলেন- কেন্দ্র সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধের টাকা দিচ্ছে না, ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না , আবাস যোজনার টাকা দিচ্ছে না। এর প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি কলকাতা ময়দান এলাকার আম্বেদকর মূর্তির পাদদেশে আমি ধর্নাতে বসবো। এই সমস্ত প্রকল্পে যারা কাজ করেও টাকা পাননি তাদেরকে ওই ধর্নাতে যোগ দেওয়ার আবেদন করে মুখ্যমন্ত্রী। সিপিএম-কংগ্রেস এবং বিজেপিকে একত্রে রাম বাম শ্যাম বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন- রাজ্য সরকার ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক বোর্ড করেছে। সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম যাতে ভোটার লিস্টে থাকে তা সুনিশ্চিত করার জন্য তাদের পরিবারের সদস্যদের কাছে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন," ভোটার লিস্টের নাম না থাকলে বিজেপি সবাইকে ভাগিয়ে দেবে।" তিনি অভিযোগ করেন বিজেপি মানুষকে এনআরসি-র নামে 'ডিটেনশন ক্যাম্পে' রাখার পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন কেন্দ্র সরকার পরিকল্পনা করছে-অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার। পাশাপাশি যে সমস্ত রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় এসেছে সেখানে তারা ডিম, মাছ ,মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী দাবি করেন -কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে রাখলেও আমি বুদ্ধি করে কাজ করে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে ৪০ দিনের কাজ মানুষকে দিয়ে করিয়ে নিয়েছি। তিনি আজ পরিষ্কার করে দেন -কেন্দ্রের বিজেপি সরকার বললেও তিনি 'বিজেপির রং' এবং বিভিন্ন প্রকল্পে তাদের 'লোগো' ব্যবহার করবেন না। মুখ্যমন্ত্রী বলেন-আমি কারও কাছে মাথা নত করব না। প্রয়োজন হলে ভিক্ষা করব। অন্যদিকে রাহুল গান্ধীর নাম না করে নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন," আমাদের এখানে যেন কোনও দুর্ঘটনা না হয় (ভারত জোড়ো ন্যায় যাত্রাতে) এবং শান্তিপূর্ণভাবে যেন মিটিং মিছিল হয়।" পাশাপাশি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্য বার্তা দিয়ে তিনি বলেন- রাজ্যে এখন বিভিন্ন বোর্ড পরীক্ষা শুরু হতে চলেছে। তাই তারাও যেন আইন মেনে কাজ করেন। প্রকাশ্যে মাইক ব্যবহার না করেন। মুর্শিদাবাদের ভাঙন কবলিত ফারাক্কা এবং সামশেরগঞ্জ ব্লকের জন্য দশ বছরের পরিকল্পনা নিয়ে একটি বিশেষ প্রকল্প তৈরির করার জন্য আজ জেলাশাসককে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সভা শেষে বহরমপুর শহরে হেঁটে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Translate »