জোরদার চলছে শীতকালীন রসুন লাগানোর কাজ - G Tv { Go Fast Go Together)
জোরদার চলছে শীতকালীন রসুন লাগানোর কাজ

জোরদার চলছে শীতকালীন রসুন লাগানোর কাজ

৩ রা নভেম্বর, বৃহস্পতিবার, জলঙ্গী ব্লকের বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে শীতকালীন রসুন লাগানোর কাজ। জলঙ্গী থানার প্রশ্ননগর, রওশান নগর, সাদিখান দিয়ার এলাকায় প্রচুর পরিমাণে রসুন লাগানোর কাজ চলছে। বিঘার পর বিঘা জমিতে চাষীরা রসুন লাগাচ্ছেন। এই ফসল মূলত মশলা ও ঔষধ তৈরির কাজে লাগে বলে জানিয়েছেন চাষী ভাইয়েরা। আর শীত মরশুমেই এই ফসলের ফলন হয় ব্যাপক। আরও জানা যায়, বিঘা প্রতি জমিতে ফসল ফলাতে খরচ হয় প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। ভালো ফলন হলে ১৫ থেকে ২০ কুইন্টাল রসুন হয়। তবে গত বছর দাম কম থাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। সেজন্য অনেক চাষী রসুনের আবাদ করে লোকসানের মুখে পড়েছেন। তবুও এবছর ভালো দামের আশায় রসুন লাগাচ্ছেন চাষীরা। রসুনের ফলন ভালো হলে এবং ভালো দাম পেলে লাভের মুখ দেখবেন জলঙ্গীর চাষীরা।

Leave a Reply

Translate »