Reported By : News Desk
৭ ই মে, রবিবার, কামারহাটি: JIS GROUP এর অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির অডিটোরিয়ামে আগামী ১১ ই মে থেকে শুরু হতে চলেছে টেকনো-ম্যানেজমেন্ট ইভেন্ট । আগামী বৃহস্পতি এবং শুক্রবার অর্থাৎ ১১ ই মে এবং ১২ ই মে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ ক্যাম্পাসেই এই দুদিন ব্যাপী চলবে টেকনো-ম্যানেজমেন্ট ইভেন্ট । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০টির বেশি বিভিন্ন টেকনোলোজি কলেজ এর ছাত্র ছাত্রীরা এই ফেস্টে অংশগ্রহন করেন। কৃতাঞ্জ’-এর আয়োজনে আগামী ১১ ই মে থেকে শুরু হতে চলেছে টেকনো-ম্যানেজমেন্ট ইভেন্ট । যেখানে আটটি নানা ধরনের ইভেন্টস থাকবে। একাডেমিক নানা ইভেন্ট সহ রয়েছে টেকনোলজিক্যাল সিম্পোজিয়াম, রোবোটিক্স, কোডিং, ফুড ফাইট , ফান ইভেন্ট সহ নানা রকমের ইভেন্ট। বিভিন্ন কলেজ থেকে আসা অংশগ্রহণ করছেন নানা ধরনের ইভেন্টে যার মধ্যে বেশকিছু ইভেন্ট রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এবং রোবটিক্স কোডিং এগুলোর মত কিছু ইভেন্ট রয়েছে সামান্য কিছু অর্থসাপেক্ষ। জোর কদমে চলছে তারই প্রস্তুতি।