Skip to content
টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হল কংগ্রেসের ঐতিহাসিক জনসভা

টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হল কংগ্রেসের ঐতিহাসিক জনসভা

Reported By : Binoy Roy

৩ রা নভেম্বর, বৃহস্পতিবার, বহরমপুর টেক্সটাইল মোড়ে অনুষ্ঠিত হল কংগ্রেসের ঐতিহাসিক জনসভা। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি কংগ্রেসের সভা মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী তিন জেলার কংগ্রেস নেতৃত্বরাও। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। উল্লেখ্য, এই জেলাকে আগামীতে পথ দেখাবে কংগ্রেস বলে আগাম জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই মোতাবেকে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই জেলা থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে পথ চলা শুরু করবে কংগ্রেস। আজ মূলত তারই সূচনা করা হল কংগ্রেসের এই ঐতিহাসিক জনসভা থেকে। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই শাসক দল তথা বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করেন এই সভার প্রধান বক্তা অধীর রঞ্জন চৌধুরী। চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, কাটমানি সহ করোনা মহামারী থেকে শুরু করে বর্তমানে ডেঙ্গু মহামারী কালে রাজ্য সরকারের অবহেলা সর্বোপরি সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি একই সুরে সুর মিলিয়ে রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিষয়ে মঞ্চে বক্তব্য রাখেন অন্যান্য কংগ্রেস নেতৃত্বরাও। বলা বাহুল্য, এদিন কংগ্রেসের ঐতিহাসিক এই জনসভায় দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। যদিও এই সভাকে বানচাল করার জন্য দিনের শুরুতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ এসেছে কংগ্রেস কর্মীদের গাড়ি আটকে দেওয়ার কিন্তু শেষ পর্যন্ত আটকানো যায়নি এই জনসভা।

Leave a Reply

error: Content is protected !!