রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিজেপির। সোমবার বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে বহরমপুরে বিজেপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে জল ট্যাংক মোড় থেকে গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড়ে এসে পৌঁছয়। এবং সেখানে এসে অবস্থান বিক্ষোভ করে বিজেপির নেতৃত্ব। এবং বিজেপির একটি প্রতিনিধি দল গিয়ে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি সাকারক সরকার ও বিজেপি নেত্রী মাফুজা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ।