স্কুলের পুরানো সুপারি গাছ কেটে ফেলার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রীদের – G Tv { Go Fast Go Together)
স্কুলের পুরানো সুপারি গাছ কেটে ফেলার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

স্কুলের পুরানো সুপারি গাছ কেটে ফেলার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

Reported By : Masud Rana
২৮ শে মার্চ , মঙ্গলবার , মুর্শিদাবাদের রানীনগরের নবীপুর সরলাবালা হাই স্কুলের পুরানো সুপারি গাছ কেটে ফেলার বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। জানা যায়, স্কুলের রাস্তা করার জন্য বহু দিনের পুরোনো সুপারি গাছ কেটে ফেলা হচ্ছে। এটা জানাজানি হতেই ছাত্রছাত্রীরা সেই গাছ কাটার বিরুদ্ধে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে। স্কুলের মূল গেটের বাইরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্র ছাত্রীরা। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান এই ধরনের প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। ওই স্কুলের এক ছাত্র দাবি করেন, স্কুলের পাশে আরো অনেক জমি আছে সেখানে রাস্তা করা হোক। গাছ কেটে রাস্তা তৈরি আমরা মানছি না। তারা আরো বলেন, গাছগুলো বহু দিনের পুরোনো। অনেক স্মৃতি বিজড়িত এই গাছ কোন মতেই আমরা কাটতে দেব না। তাছাড়া এই গাছের ছায়াতে ছাত্র ছাত্রীরা বিশ্রাম নেয়। যদিও এই বিষয়ে নবীপুর সরলাবালা হাই স্কুলের টিআইসি মহম্মদ ইজাজুল হক বলেন, গাছ কেটে রাস্তা তৈরির কোন সিদ্ধান্ত হয়নি। পঞ্চায়েত থেকে গাছ কেটে রাস্তা তৈরির কোন নির্দেশিকা দেওয়া হয়নি। ছাত্র ছাত্রীরা আতঙ্কে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। কোন মতেই গাছ কেটে রাস্তা তৈরি হবে না। ঠিকাদার সংস্থার সঙ্গে কথা হয়ে গেছে অন্য জায়গা দিয়ে রাস্তা তৈরি করা হবে।

Leave a Reply

Translate »