তৃণমূল কংগ্রেস ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম এর প্রেস মিট - G Tv { Go Fast Go Together)
তৃণমূল কংগ্রেস ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম এর প্রেস মিট

তৃণমূল কংগ্রেস ক্যাবিনেট মন্ত্রী ফিরহাদ হাকিম এর প্রেস মিট

REPORTED BY:- BINOY ROY

মঙ্গলবার বহরমপুরে একটি বেসরকারি হোটেলে জেলার সমস্ত পৌরসভার কার্যকর্তাদের সাথে বৈঠক করেন। মঙ্গলবার জেলার একাধিক পৌরসভা এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, যথাযথ ব্যবস্থা কলকাতা পৌরসভা নেবে। কলকাতা পৌরসভা এলাকায় ফেরি দখল করে থাকা নিশ্চিত ভাবে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান কলকাতা পৌরসভা মেয়র ফিরহাদ হাকিম । নাচতে না জানলে উঠোন ব্যাকা। কংগ্রেস তার পায়ের তলায় মাটি নেই তাই তারা সন্ত্রাস সন্ত্রাস করছে। আজকে নিরপেক্ষ ভাবে চারিদিকে জয় জয়কার হচ্ছে তৃণমূলের। আসানসোল চন্দননগর বিভিন্ন জায়গায় মানুষ তৃণমূল কে আশিবাদ করছে। মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধায়ক আমাদের মাত্র দুটি ছাড়া। আমরা এখানে কোন সন্ত্রাস পক্ষ পাতিত্ব নেই। এবার 110 শতাংশ আশাবাদী আমরা পৌরসভা নির্বাচনে ভালো ফল করব। তিন পুলিশ কর্মী সাসপেন্ড করে বলির পাঠা করা হচ্ছে বললেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম তিনি এও বলেন, প্রশাসন তার প্রশাসনের কাজ করবে। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশাসনের কেও নয়, বিচার ব্যবস্থার কেও নয়। সেই জন্য তার অধিকার বর্হিভুত জবাব দেওয়া আমি মনে করিনা। আমতা কান্ড নিয়ে বলেন, পশ্চিমবঙ্গ নিরপেক্ষ তদন্ত করবে। পশ্চিমবঙ্গে প্রশাসন নিরপেক্ষ ভাবে তদন্ত করে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্কার ভাবে বলেছেন। যদি আমি দোষী হয় তাহলে আমাকেও ছাড়ব না। অর্থাৎ প্রশাসন নিরপেক্ষ কেও অন্যায় করলে বিচার ব্যবস্থার অধিনে। যে দোষী তাকে তার কাছে ফেলবে। যেকোন ঘটনা ঘটলে মিডিয়া ছয় দিন থাকে। এই ছদিন নাচা নাচি করে। কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রীরা আসে। তারপর একাকি হয়ে পড়ে। তবে সেই পরিবার কাছে আবেদন করছি ক্যামেরা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মুখ্যমন্ত্রী উদ্যোগে প্রকৃত দোষীর শাস্তি হবে। আপনিও রাখুন। সিবিআই তদন্ত কি নিরপেক্ষ, সায়ন্তন বসুবলার পরে কি সিবিআই তদন্ত নিরপেক্ষ হবে। কেন্দ্রীয় সরকারের তারা তোতা পাখি। তবে সিবিআই হলেই কাজ করবে সে স্বর্গ থেকে এসেছে তা নয়। তবে সিবিআই আর সিট কে দিয়ে করলে হবে না তা নয়। সিট কে দিয়ে করলে সত্য উতঘাটন হবে। সিবিআই করলে আমার উপর আঘাত এসেছে শুভেন্দু উপর আসেনি। গনতন্ত্র নিরপেক্ষতা বিশ্বাস করে। সিবিআই করা আর এন্টারপোল করা সেটা সমস্যা সমাধান নয়। প্রকৃত দোষীকে শাস্তি দিতে হবে বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম

Leave a Reply

Translate »