Reported By: News Desk
YouTube Link:
তৃণমূল ছাত্র পরিষদ কলেজগুলিতে সুষ্ঠু পঠন পাঠনে ব্যাঘাত ঘটাচ্ছে। তারা জোর করে পড়ুয়াদের মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করছে। এমনকি ছাত্রীদের ফোন করে উত্যক্ত করছে। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এমনি অভিযোগ উঠল। বুধবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন ছাত্র পরিষদের সদস্যরা। তারা জানান, কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের নামে বহিরাগতদের সন্ত্রাস চলছে। তারা নিজেদের কলেজের বিভিন্ন পদে আছে বলে জাহির করে পড়ুয়াদের কাছ থেকে টাকা তুলছে। কলেজ কর্তৃপক্ষ সব জেনেও নিশ্চুপ রয়েছে। কলেজ কর্তৃপক্ষ যদি কোনও পদক্ষেপ না নেয় তাহলে ছাত্র পরিষদ আন্দোলনে নামবে। প্রশাসনিক স্তরেও স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ জানাবেন বলেও তারা হুঁশিয়ারি দেন