এলাকার সমস্ত জন প্রতিনিধি ও নেতৃত্বকে সঙ্গে নিয়ে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা যাতে এলাকার সাধারণ মানুষ সঠিক ভাবে পেতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার বার্তা দেন বিধায়ক গৌতম পাল।
বিধায়ক গৌতম পাল বলেন, "দিদির সুরক্ষা কবচ নিয়ে, কিভাবে আমরা কাজ করব, সেই নিয়ম- নীতি আজকে আমরা প্রকাশ করলাম, দলীয় সমস্ত নেতৃত্বের কাছে। তিনি আরও বলেন, আগামী ১১ই জানুয়ারি থেকে ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত ২৫ দিন আমাদের এই দিদির সুরক্ষা কবজ এর প্রচার অভিযান চলবে।
প্রত্যেকটি বুথ থেকে পাঁচজন করে দিদির দূত নির্বাচন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের আওতায় আনতে হবে। যারা প্রকল্পগুলি পায়নি, তাদের ব্যবস্থা করতে হবে দিদি সুরক্ষা কবচ অ্যাপ এর মাধ্যমে। এদিন সেখানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, ব্লক সভাপতি সুভাষচন্দ্র সিনহা, ব্লক সহসভাপতি শ্যামলাল মাহাতো সহ ব্লক নেতৃত্ব, অঞ্চল সভাপতি, প্রধান ও অন্যান্য নেতৃত্ববর্গ।