দি গ্ল্যাম লাইফ ফ্যাশন শো এক চিরাচরিত নাম। বর্তমানে ফ্যাশনের জগতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। “দা গ্ল্যাম লাইফ ফ্যাশান শো” সেই সব নারী ও পুরুষদের জায়গা করে দিয়ে চলেছে। বিশ্বরূপ চক্রবর্তীর হাত ধরে ফ্যাশন জগতে পা রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বহু মডেল। বুধবার দক্ষিণ কলকাতার KP স্টুডিও তে মিসেস কনটেস্ট এর ওপর ফটো শুটের আয়োজন করা হয়। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রাণনাম সাহার অনবদ্য কালেকশন নিয়ে ফটোশুটে তিন জন মডেল অংশগ্রহণ করেন। মডেল সুস্মিতা চৌধুরী ও রামায়ণী নতুন কালেকশন পরে ফটোশুট দিলেন। মেকআপ রয়েছেন সৌরভ দাস ও ফটোগ্রাফিতে অঞ্জলি। এই ফ্যাশন শো অর্গানাইজর রয়েছেন বিশ্বরূপ চক্রবর্তী। এদিন পোশাকের সম্ভারে সমস্ত মডেলদের এক অন্যতম সুন্দর রূপ প্রদান করেছিল।
