Skip to content

দুবরাজপুরের গিরিডাঙ্গাল সাঁকো থেকে উদ্ধার মৃতদেহ

সাত সকালেই বীরভূম জেলার দুবরাজপুরের গিরিডাঙ্গাল সংলগ্ন একটি সাঁকো থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরডাঙ্গার বাসিন্দা ৪০ বছর বয়সী নাগেশ মুর্মু গতকাল রাত্রে তাঁর আত্মীয়র বাড়ি গিরিডাঙ্গাল যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তাঁর দাদা রাজনাথ মুর্মু। তিনি আরো জানান, এলাকার লোকেরা দেখেন যে নাগেশ মুর্মুর দেহ পড়ে আছে। আমাদেরকে এলাকার লোকজন খবর দেয় তারপর আমরা যায়। পাশাপাশি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ফকির বাউরী জানান, বাড়িতে অশান্তি চলছিল। তাই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে তাঁর আত্মীয়র বাড়ি গিরিডাঙ্গাল যাচ্ছিলেন। যাওয়ার পথেই সাইকেল নিয়ে সাঁকোতে পড়ে গিয়ে তিনি মারা যান। দুবরাজপুর থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

Leave a Reply

error: Content is protected !!