পর্যটকদের জন্য টয়ট্রেনের আরেকটি পরিষেবা চালু – G Tv { Go Fast Go Together)
পর্যটকদের জন্য টয়ট্রেনের আরেকটি পরিষেবা চালু

পর্যটকদের জন্য টয়ট্রেনের আরেকটি পরিষেবা চালু

এবার ভিস্টাডোম কোচ শিলিগুড়ি জংশন ও রংটং এর মধ্যে চালু হচ্ছে জঙ্গল টি সফারি | দুপুর দুটো ৪৫ মিনিটে এই ট্রেনটি শিলিগুড়ি জংশন ছেড়ে রংটং পৌছবে বিকেল চারটে ত্রিশ মিনিটে মাঝে শুক্লা স্টেশনে দাঁড়াবে ১৫ মিনিটের জন্য রংটং থেকে বিকেল চারটে ৪০ মিনিটে ছেড়ে টয়ট্রেন শিলিগুড়ি জংশন এসে পৌছবে সন্ধ্যে ৬.০৫ মিনিটে উত্তর-পূর্ব সীমান্তে রেলওয়ে কাটিহার ডিআরএম জানিয়েছেন ভিস্তাডোম চালু করার উদ্দেশ্য হল পাহাড় ও জঙ্গলের মনোরম দৃশ্য উপভোগ করার করার জন্য পর্যটকদের জন্য এর পরিষেবা চালু করা হয়েছে | কোরোনার গত বছর বন্দ ছিল পরিষেবা ২০২০ র শেষের দিকে চালু হয় ট্রয় ট্রেন | কিন্তুু শিলগুড়ি – দার্জিলিং পরিষেবা বন্ধ ছিল কারণ পর্যাপ্ত পর্যটক না থাকার জন্য এই পরিষেবা উত্তর পূর্ব রেলওয়ে দার্জিলিং হিমালয়ানরেলওয়ে কর্তৃপক্ষ তুলে নেন পরিষেবাটি | পুনরায় শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত ভিষ্টাডোম চালু করা হলো | বেশ সাড়া পাওয়া গেল চালু করার পরে ফলে |

Leave a Reply

Translate »