Skip to content
দুবরাজপুর মাড়োয়াড়ি কিশোর সংঘের উদ্যোগে গনেশ চতুর্থী পালন

দুবরাজপুর মাড়োয়াড়ি কিশোর সংঘের উদ্যোগে গনেশ চতুর্থী পালন

আজ গনেশ চতুর্থী। করোনা আবহে গত বছর দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা ছিল অন্যরকম। এই বছর সব কোভিড নীতি মেনেই চলছে সিদ্ধিদাতার আরাধনা। গনেশ পুজো মানেই গুজরাট বা মহারাষ্ট্র। আজ গনেশ চতুর্থী উপলক্ষে দুবরাজপুরের ধর্মশালায় মাড়োয়াড়ি কিশোর সংঘের উদ্যোগে গনেশ পুজো করা হয়। এখানে গনেশকে পাহাড়ের মধ্যে রাখা হয়েছে। এই ক্লাবের সম্পাদক বিনীত ভীমরাজকা বলেন, এই বছর করোনা অতিমারীর জন্য কোভিড প্রোটোকল মেনে এবং কম সংখ্যক মানুষকে নিয়ে এই পুজোর আয়োজন। পাশাপাশি ৫০ জন মানুষ নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!