শেরশাহবাদিয়া বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলার কমিটির সম্পাদক সাত্তার আহমেদ জানান বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারি টুঙ্গীদিঘির দুর্ঘটনায় প্রাণ যায় প্রদীপ সিংহ ও সিভিল ভলেন্টিয়ার মোহবুল হকের আজকে তাদের পরিবারকে সমবেদনা জানায়। ও তাদের পরিবারকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিলাম।
উপস্থিত ছিলেন শেরশাহবাদিয়া বিকাশ পরিষদের উত্তর দিনাজপুর জেলার কমিটির সম্পাদক সাত্তার আহমেদ, সংগঠনের করণদিঘী ব্লক সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন সহ বিভিন্ন শেরশাহবাদিয়া সম্পদায়ের জন প্রতিনিধিগণ।