দেবিকা বন্দ্যোপাধ্যায় - G Tv { Go Fast Go Together)
দেবিকা বন্দ্যোপাধ্যায়

দেবিকা বন্দ্যোপাধ্যায়

দেবিকা বন্দ্যোপাধ্যায়:আন্তর্জাতিক শিল্পী,আবৃত্তি-কার, সঞ্চালিকা,বিশিষ্ট সমাজ কর্মী,শিক্ষিকা,বাগমী। জন্ম: উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমা।শিক্ষাজীবন শুরু ব্যারাকপুর গার্লস হাইস্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে এম এ, বি এড করেন সাফল্যের সঙ্গে।শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমাজ হিতকর কাজের সাথে যুক্ত। পিতা বীরেন্দ্র নাথ চট্টোপাধ্যায় সম্মানীয় সরকারী আধিকারিক হওয়া সত্ত্বেও একজন শক্তিশালী বলিষ্ঠ কবি ছিলেন। কিন্ত তিনি প্রচার -বিমুখ মানুষ। কাকা ড:হীরেন চট্টোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক, নাট্যকার । বহু গ্রন্থ প্রণেতা । প্রেসিডেন্সি কলেজের (বাংলা) বিভাগীয় প্রধান ,কল্যাণী বিশ্ব বিদ্যালয়,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদাধিকারী ছিলেন। এ হেন সাহিত্যিক ঘরানার বেড়ে উঠেছেন আবৃত্তি-কার, শিল্পী,সঞ্চালিকা দেবিকা বন্দ্যোপাধ্যায়।জন্ম সূত্রেই , রক্তধারার মধ্যে সাংস্কৃতিক চেতনার বীজ নিহিত আছে এই সর্ব জনপ্রিয় শিল্পীর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠকালে বহু বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বের সান্নিধ্য তাকে সমৃদ্ধ করেছে।আবৃত্তি জগতের প্রবাদ -প্রতিম শিল্পী শ্রীমতী বিজয় লক্ষ্মী বর্মনের কাছে অনুশীলন করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী দেবিকা বন্দ্যোপাধ্যায় বর্তমান সাংস্কৃতিক জগতে একটি সু পরিচিত নাম। বিভিন্ন টিভি চ্যানেল,ইউটিউব, দেশে-বিদেশে অত্যন্ত প্রশংসিত শিল্পী,কবি দেবিকা বন্দ্যোপাধ্যায়ের বহু সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত--জোড়াসাঁকো রবীন্দ্র ভারতী সোসাইটি,আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সাংস্কৃতি পরিষদ,বিশ্ব বাংলা সাহিত্য সংসদ,ভারত বাংলাদেশ সাহিত্য সাংস্কৃতি পরিষদ,আন্তর্জাতিক মাতৃভাষা যাদের মধ্যে অন্যতম। বিভিন্ন সাহিত্য সম্মানে সম্মানিত হয়েছেন। উল্লেখ যোগ্য, জীবন জ্যোতি রত্ন সম্মান, রাধাকৃষ্ণাণ স্মারক সম্মান, সুনীল স্মারক সম্মান, সফদার হাশমি স্মারক সম্মান, নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি সম্মান, মহা প্রাণ সাহিত্য সম্মান, আম্বেদকর সাহিত্য সম্মান, পল্লী কবি জসীমউদদিন সম্মাননা,সাহিত্য রত্ন সম্মাননা,ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সম্মাননা,বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মাননা ইত্যাদি। শিল্পী কন্ঠ শৈলীতে,বাচনভঙগিমায়, অভিনব উপস্থাপনায় সাংস্কৃতিক জগতে এবং দর্শক সমাজে বিশেষ ভাবে আদৃত।আমরা এই আন্তর্জাতিক শিল্পী দেবিকা বন্দ্যোপাধ্যায়ের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করি।

Leave a Reply

Translate »