নিউ দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউ দিল্লিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reported By News dask

“আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস” পালন করা হলো ২১ শে ফেব্রুয়ারী দিল্লির আকসার থিয়েটার কক্ষে । আশ্রয় সাহিত্য একাডেমির উদ্যোগে ও ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন সর্ব ভারতীয় সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শ্রী পরিমল কান্তি মন্ডল মহাশয়ের নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজ্য থেকে প্রায় শতাধিক প্রতিনিধি । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী শ্রী কিশোর তরফদার (উত্তরপ্রদেশ ) ,ডঃ দেবজ্যোতি গায়েন (দিল্লি ), মুকেশ শুক্লা (ভাইসচেয়ারমেন্ CWS) , শ্রী অশোক কুমার মন্ডল(BRMGSU রাজস্থান) , সুপ্রিম কোর্ট এডভোকেট আর আর বাগ , শ্রী বিদ্যাধর মল্লিক (BRMGSU) সাধারণ সম্পাদক ও শ্রী দীপক সামন্ত বিশিষ্ট সমাজসেবী। আশ্রয় সাহিত্য একাডেমী ও BRMGSU সর্ব ভারতীয় সভাপতি শ্রী পরিমল কান্তি মন্ডল মহাশয় উনার বক্তব্যে বলেন , মুক্ত ভাবে হোক মাতৃভাষার চর্চা অর্থাৎ বাংলা ভাষার চর্চা, এবং তিনি উক্ত দিনে সমস্ত বাঙালি ও শুভানুধ্যায়ীদের নিয়ে গঠন করেন INTER NATIONAL BENGALI ASSOCIATION (INBA) । যাদের প্রাথমিক কাজ হবে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে কর্মসূত্রে বসবাস করছেন নানা দেশে তাদেরকে একত্রীকরণ করে এক ছাতার তলায় নিয়ে বাংলা ভাষা ও বাঙালিদের মৌলিক সমস্যার সমাধান করা। তাছাড়া উনি শ্রমিক ও কৃষক মেহনতি গরিব মানুষের কথা তুলে ধরার জন্য ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের বার্তা তুলে ধরার জন্য বর্তমান সময় উপযোগী একটি “মজদুর কিষান বার্তা” নামে সাপ্তাহিক পত্রিকা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। যেটি প্রকাশিত হবে তিনটি ভাষায় বাংলা , হিন্দি এবং ইংরেজি তে। তাছাড়া উনি সারা দেশে যে প্রায় ১০ লক্ষ অসংঘটিত শ্রমিক মালগোদামে কাজ করে চলেছে তাদের ন্যূনতম মজুরি , স্বাস্থ্য , বীমা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তার কথা তুলে ধরেন এবং দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে ভারত সরকারের শ্রম ও রেলমন্ত্রকের যৌথ সহযোগিতায় প্রায় ২০ কোটি টাকার স্বাস্থ্য ও জীবন সুরক্ষা যোজনার রক্ষা কবচ শ্রমিকদের কাছে পৌঁছে দিতে পেরেছেন ১০ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে। তাছাড়া উনি ১০ লক্ষ শ্রমিকের ২০ লক্ষ শিশুদের জন্য লেবার চাইল্ড কেয়ার ইউনিট " শ্রম পাঠশালা " এর মধ্য দিয়ে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন সারা ভারতবর্ষের ১০৭৮ মালগোদাম গুডশেডে।

Leave a Reply

error: Content is protected !!