Skip to content
নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন!

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন!

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু একাডেমির পক্ষ থেকে ২৩ শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের আনন্দ উৎসাহ লক্ষ্য করা যায় এবং প্রচুর মানুষের ঢল নামে। হলদিবাড়ী বেগম রোকেয়া মেমোরিয়াল শিশু অ্যাকাডেমীর প্রধান শিক্ষক জিয়াউল হক এ প্রসঙ্গে বলেন, কোরান তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার পর গান, নাচ, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পাশাপাশি নাটকের মাধ্যমে দেওয়া হয় সামাজিক বার্তা। তিনি আরও বলেন, এই দিনটির উদযাপন একান্ত প্রয়োজন। এই উদযাপনের ছাত্রছাত্রীদের পরিবার আমাদের সাথে রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!