সীমান্ত এলাকার মানুষের জীবন যাত্রায় মান উন্নয়নে সিভিল অ্যাকশন প্রোগ্রাম - G Tv { Go Fast Go Together)
সীমান্ত এলাকার মানুষের জীবন যাত্রায় মান উন্নয়নে সিভিল অ্যাকশন প্রোগ্রাম

সীমান্ত এলাকার মানুষের জীবন যাত্রায় মান উন্নয়নে সিভিল অ্যাকশন প্রোগ্রাম

Reprted By:- Masud Rana

সীমান্ত প্রহরায় এক অন্য রকম পদক্ষেপ গ্রহন করলেন সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ। সীমান্ত এলাকার মানুষের জীবন যাত্রায় মান উন্নয়নে এই সিভিল অ্যাকশন প্রোগ্রামের ব্যবস্থা গ্রহণ করা হয়।মঙ্গলবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খাসমহল সীমান্তের বিএসএফ ক্যাম্পে, 146 ব্যাটেলিয়ন বিএসএফ এই বিশেস উদ্যোগ গ্রহণ করেন। মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ। আজকের এই অনুষ্ঠানে, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, খেলোয়াড়দের খেলার কিট, ছাত্রদের ব্যাগ,বই,খাতা, এছাড়া সেলাই মেশিন, আলমারি, জলের ট্রাংক, ইত্যাদি বিতরণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ আধিকারিক DIG অনিল কুমার সিংহা , 2IC মনোহর লাল, হেমন্ত কুমার টিক্কা , লালা রাম মেহলা, তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বিডিও সুব্রত মল্লিক , সাগরপাড়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক অরিজিৎ ঘোষ সহ আরো অনেকই , এই অনুষ্ঠানে এলাকার মামুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Translate »