Reportd By:- News Desk
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখাঁনদেয়ার হাসপাতাল মোড়ে এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। আহত কিশোরীর নাম তানিয়া খাতুন, আনুমানিক ১০ বছর। জানা গেছে ওই কিশোরী রাস্তা পারাপার হচ্ছিল। ঠিক সময় একটি ট্রাক শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপরই ঘটে চরম দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েন ওই কিশোরী , তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাদিখানদেয়ার গ্রামীণ হাসপাতালে। যদিও তার আশঙ্কাজনক অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং ঘাতক গাড়ি সহ তিনজনকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই এই দুর্ঘটনার জেরে গাড়ি চালককে গণধোলাই দিয়েছে বলে সূত্রের খবর। গণধোলাইয়ে থেমে থাকেনি। তাকে নিখোঁজ করে দেওয়ার অভিযোগে ওই তিনজনকে আটক করেন জলঙ্গি থানার পুলিশ।