পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের – G Tv { Go Fast Go Together)
পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

Reported By:- Masud Rana    

মু্র্শিদাবাদের জলঙ্গী ব্লকের কাঁটাবাড়ি কুমারপুর এলাকার ঘটনা। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত,কুমারপুর থেকে বাঁশবাগান মোড় পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা আছে। এই রাস্তা পাকা করার জন্য অনেকবার কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। এই রাস্তা দিয়ে যেতে গেলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে। প্রায় দশ থেকে বারোটা গ্রামের মানুষ যাতয়াত করে। ছাত্রছাত্রীরাও কাঁদা পাক ভেঙে স্কুলে যায়। পাশাপাশি টোটো চালকরাও দিনে রাতে যাতয়াত করতে গিয়ে প্রচন্ড দুর্ভগের মধ্যে পড়ে। দুর্ঘটনা প্রায় ঘটে। এই সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। এর ফলে বুধবার সকাল ছটা থেকে পাকা রাস্তার দাবিতে কুমারপুর পঞ্চায়েত মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ করা হয়। এর ফলে দুর্ভোগে পড়ে নিত্য যাত্রীরা। পাশাপাশি কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসেও তালা ঝোলানো হয়। রাস্তা তৈরির আশ্বাস না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা পাকা রাস্তার দাবিতে ক্ষোভ দেখাতে থাকে। ঘটনার পর ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছেছে। এই প্রসঙ্গে কাঁটাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কামালউদ্দিন আহমেদ বলেন, গ্রামবাসীরা ন্যায্য দাবিতে রাস্তা অবরোধ করেছে। রাস্তাটি জেলা পরিষদের রাস্তা। একবার টেন্ডার হয়েছিল। টিকাদার সংস্থা কাজও শুরু করেছিল। তারপর শুনছি পাথর তুলে নেওয়া হচ্ছে। রিটেন্ডার হবে। বিডিওর সঙ্গে কথা বলে রাস্তাটি যাতে তাড়াতাড়ি করা হয় তার চেষ্টা করবো।

Leave a Reply

Translate »