Reported By : News Desk
১৯ শে ডিসেম্বর, সোমবার, কোলকাতায় (১৮ ডিসেম্বর '২২) প্রযুক্তিবিদ ছেলের ২৮ তম জন্মদিনে গর্ভধারিণী মা রূপে পুত্রের ক্যামেরায় তোলা ৪৭ টা আলোকচিত্র নিয়ে 'কোলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর এ সি নিউ গ্যালারি' (A C New Gallery, Academy of Fine Arts, Kolkata)-তে 'এ গ্র্যাণ্ড ফটোগ্রাফি এক্জিবিসন অব পার্থসারথি দত্ত শর্মা' (A Grand Photography Exhibition of Partha Sarathi Dutta Sharma) শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী উপহার দিলেন পদ্মিনী দত্ত শর্মা (Padmini Dutta Sharma)।
পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার এবং পাঞ্চালী মুন্সী [Anupam Halder (Jt. Commissioner), Panchali Munshi (Jt. Commissioner), Dept. of Finance, Govt. of West Bengal]-কে সাথে নিয়ে ফিতে কেটে প্রদর্শনী কক্ষের দ্বার উদঘাটন করেন ও পরে মঙ্গল দীপ প্রজ্জ্বলন করে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জাভেদ আহমেদ খান (Javed Ahmed Khan, MIC Disaster Management, Government of West Bengal)।
জন্মদিনের অনুষঙ্গ রূপে মন্ত্রী ও অন্যান্য অতিথিবর্গের উপস্থিতিতে কেক কেটে উৎসবের সূচনা করেন পার্থসারথি দত্ত শর্মা।